Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Jothsna Mandi

বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়

খাতড়া বাজারে আক্রান্ত হলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। 

বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়

তুহিন মান্ডি এবং জ্যোৎস্না মান্ডি

শেষ আপডেট: 14 June 2025 08:35

দ্য ওয়াল ব্যুরো বাঁকুড়া: খাতড়া বাজারে আক্রান্ত হলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যেই ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ।

মন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় খাতড়া বাজারে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তুহীন মান্ডি। সেখানেই আচমকা লাঠিসোঁটা হাতে চড়াও হয় প্রায় ১৫-১৬ জন বিজেপি কর্মী। হামলায় গুরুতর আঘাত লাগে তুহিনবাবুর পিঠ ও ডান হাতে। সঙ্গে সঙ্গে তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাতে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

এই ঘটনার পর রাতে খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী। তার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। মন্ত্রী দাবি করেছেন, এটা বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। এলাকায় অশান্তি ছড়াতেই তাঁর স্বামীর উপর হামলা চালানো হয়েছে।

বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, তৃণমূলের লোকেরাই তাঁদের কর্মীদের উপর চড়াও হয়। র‍্যাফ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। মন্ত্রীর স্বামী সেই সময় সেখানে থাকলেও, তাঁদের কোনও কর্মী তাঁর উপর হামলা করেনি।”

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশের লাঠির আঘাতেই মন্ত্রীর স্বামী আহত হয়েছেন। তবে পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।


ভিডিও স্টোরি