শেষ আপডেট: 5th July 2022 13:16
দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের (Children) জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল অঙ্গনওয়াড়ি স্কুলে (School) । স্কুলে রান্না করা সেই খাবার বাড়িতে নিয়ে যায় খুদেরা। বাড়ি গিয়ে খেতেই বসতেই চক্ষু চড়কগাছ। খাবারের মধ্যে পাওয়া গেল কেন্নো (Millepede)!
ঘটনাটি ঘটেছে হাবরার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজিবপুর সমুদ্রপুর এলাকার অঙ্গনওয়াড়ি স্কুলে। মঙ্গলবার ওই স্কুলের রান্না করা খিচুড়িতে মিলেছে কেন্নো। সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। হুলস্থূল পড়ে যায় এলাকায়। গ্রামের বাসিন্দাদের দাবি, আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। একেবারে খোলা জায়গায় রান্না করা হয় বাচ্চাদের খাবার। কোনও মতে একটি ত্রিপল টাঙানো থাকে মাথার উপর। একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও তাতে কান দেননি স্কুলের দায়িত্বে থাকা দিদিমণি।
খাবারে কেন্নো পাওয়ার ঘটনার কথা সামনে আসতেই সঙ্গে সঙ্গে রান্নার হাঁড়িটিকে ধুয়ে ফেলা হয় বলে অভিযোগ। স্কুলের দায়িত্বপ্রাপ্ত দিদিমণির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাইকেল নিয়ে পালিয়ে যান।
ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। স্কুলে পাঠালেও সেখানকার খাবার আর তাঁরা খাওয়াবেন না বাচ্চাদের, এমনটাই জানিয়েছেন সকলে।
ঠোঙার ভিতরে চিকেন, উপরে হিন্দু দেবতাদের ছবি! উত্তরপ্রদেশে গ্রেফতার দোকানি