শেষ আপডেট: 15th August 2024 00:06
দ্য ওয়াল ব্যুরো: এই রাত যেন ভোরের চেয়েও উজ্জ্বল। কোনও রাজনৈতিক দলের পতাকা নেই, কোনও খাবারের লোভ বা টাকার প্রলোভন নেই। মানুষ শুধু এগিয়ে এসেছেন বিচার চেয়ে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতের দখল নিয়েছেন তাঁরা। স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে নারী স্বাধীনতার আওয়াজ উঠছে। তার সঙ্গে শোনা যাচ্ছে 'উই ওয়ান্ট জাস্টিস।'
আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার মধ্যেই স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে নেমেছেন মহিলারা। এই 'রাত দখলের' প্রথম ডাক দিয়েছেন প্রেসিডেন্সি কলেজের এক প্রাক্তনী, রিমঝিম সিনহা। রাজনৈতিক রঙ ছেড়ে শুধুমাত্র নারী সুরক্ষার কথা ভেবে এই জমায়েতে সামিল হওয়ার বার্তা ছিল। তাতেই সাড়া দিয়েছে গোটা রাজ্য।
আরজি কর কাণ্ড নিয়ে কলকাতা সহ গোটা রাজ্য, গোটা দেশ সরব হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলছে। অধিকাংশই ধৃতের ফাঁসি চাইছে। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির দাবি তুলেছেন। রাজ্যের তো বটেই, গোটা দেশের প্রায় সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আরজি কর ইস্যুতে। তার মধ্যেই স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে রাত দখলের এই জমায়েত।
কেউ শাঁক বাজাচ্ছেন, কেউ শুধুই বসে বা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু একজোটে সবাই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলছেন। কলকাতার বেহালা, গড়িয়া, যাদবপুর, কলেজ স্ট্রিট, সখেরবাজার, দমদম, নিউটাউন সহ একাধিক জায়গায় হয়েছে এই জমায়েত। পাশাপাশি নৈহাটি, ব্যারাকপুর, হাওড়া, লিলুয়া সহ বিভিন্ন জেলার বহু জায়গায় এই জমায়েত করা হয়েছে।
প্রথমবার এই জমায়েতের ডাক দেওয়া রিমঝিম জানিয়েছেন, মেয়েদের চালচলন ঠিক করে দেওয়ার প্রবণতা সমাজে বহুদিনই। কিন্তু তা করে মেয়েরা কিছু পাচ্ছে না। সেই কারণেই এই রাত দখলের ডাক। জমায়েতে দলীয় পতাকা ছাড়া আসার অনুরোধও করেন তিনি। আর সত্যিই এই জমায়েতে একটি পতাকা ছাড়া কোনও পতাকাই দেখা যায়নি। সেটি হল দেশের জাতীয় পতাকা।