শেষ আপডেট: 1st January 2025 13:02
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বর্ষবরণের রাতে দিঘার হোটেল থেকে উদ্ধার হল এক তরুণীর মৃতদেহ। এই ঘটনায় শোরগোল পরে সৈকত নগরী দিঘাতে। খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম প্রীতি কর। বয়স ১৯ বছর। স্বামীর নাম প্রীতম ঠাকুর। জানা গেছে, নতুন বছরের প্রথম দিনটি সমুদ্রের পারে কাটাতে পশ্চিম বর্ধমানের হিরাপুরের বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতিকে নিয়ে নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে।
রাত আড়াইটা নাগাদ এই দম্পতির ঘর থেকে চিৎকার শুনে হোটেল কর্মীরা ছুটে যান। দেখেন প্রীতিদেবী অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের উপর পড়ে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান হোটেল কর্মীরা। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রীতির স্বামী প্রীতমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দিঘা থানায় নিয়ে যাওয়া হয়। মাত্র ছয় মাস আগে বিয়ে হলেও, কেন এমন ঘটনা ঘটল- সেই রহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হীরাপুরে প্রীতমের একটি সেলুন রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাবার বাড়িতেও খবর পাঠিয়েছে পুলিশ।