শেষ আপডেট: 13th September 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে রাস্তায় বসেছিলেন একা। সেই প্রতিবাদী মহিলাকে মারধর করে পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন অভিযোগে শুভেন্দুর গড় কাঁথিতে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায়। সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কাঁথির পোস্ট অফিস মোড়ে প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন ওই মহিলা। অভিযোগ, পাশেই একটি চশমার দোকানের মালিক মাহেফুজ আলম আরও একজনকে নিয়ে ওই প্রতিবাদী মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন। পোস্টার টেনে ছিঁড়ে দেয় এবং ব্যাপক মারধর করে। এরপরেই ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয়। এবং বলতে থাকেন আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করার জন্যই ওই ব্যক্তি তাঁকে মারধর করেছে ও পোস্টার ছিঁড়ে দিয়েছে।
ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা ছড়ায়। বহু মানুষ একজোট হয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু উত্তেজনা চরম আকার নেয়। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দেয়। দোষী ঐ ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনিও প্রতিবাদ মুখর হন। পরে তাঁর মধ্যস্থতায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে কাঁথিতে জোরদার আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।