শেষ আপডেট: 19th October 2024 17:48
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নির্মাণ শ্রমিক এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তেতে উঠল ভগবানপুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মী সোরেন।
পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাস্তার কাজের শেষে বাড়িতে ফিরলে মহিলার স্বামী দিবাকর মণ্ডল মদ্যপান করে স্ত্রীকে বেধড়ক মারধর করে। শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় ডাক্তার ডাকেন স্বামী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মারধরেই মৃত্যু হয়েছে ওই মহিলার।
পড়শিদের অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় দিবাকরকে। দিবাকর ওই মহিলার তৃতীয় স্বামী বলে জানা গেছে। মৃত লক্ষ্মী সোরেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরের বাসিন্দা ছিলেন। প্রতিবেশীরা জানান, কয়েক মাস আগে দিবাকরের সঙ্গে ফোনে পরিচয় হয়েছিল ওই মহিলার। তারপরেই দুই বাচ্চাকে নিয়ে দিবাকরের সঙ্গে পালিয়ে ভগবানপুরে চলে আসেন লক্ষ্মী সোরেন। কিন্তু কিছুদিন যেতেই শুরু হয় অশান্তি। তারপরেই এমন মর্মান্তিক পরিণতি।
এই ঘটনা জানাজানি হতেই যত্রতত্র নারী নির্যাতন ও মহিলাদের খুনের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় গ্রামে। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ তার স্বামীকে আটক করার পর খানিকটা প্রশমিত হয় বিক্ষোভ। পুলিশ দুটি শিশুকে উদ্ধার করে। দিবাকর অবশ্য স্ত্রীরে পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে। তাঁর দাবি, মাঝেমধ্যে অশান্তি হলেও তাঁর পক্ষে স্ত্রীকে পিটিয়ে মারা অসম্ভব।