শেষ আপডেট: 9th December 2024 11:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ভোজালির কোপ মেরে খুনের অভিযোগে উত্তাল হল নন্দীগ্রাম। সকাল থেকে শুরু হয়েছে পথ অবরোধ ও বিক্ষোভ। নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের ৭ নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটে। হামলা হয় সাত নম্বর জলপাই বুথের তৃণমূল সভাপতির উপরেও। তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির বিরুদ্ধেই অভিযোগের তির। ঘটনার নিন্দা জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
রবিবার নন্দীগ্রামে সমবায় ব্যাঙ্কের ভোট ছিল। সেই ভোট চলকালীনই তেতে উঠেছিল নন্দীগ্রাম। বোমাবাজি মারধরের অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারীর সেজ ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ভোটকেন্দ্রে হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে ভোটে জয়লাভ করে বিজেপি। অভিযোগ, তারপরেই রাতভর তাণ্ডব চলে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়। কালীচরণপুরে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের উপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ সকালে ট্যুইট বার্তায় জানান, বিজেপি যে হামলা করবে সেই আশঙ্কা ছিলই। পুলিশকে জানানোও হয়েছিল। তারপরেও হামলা চালায় বিজেপি। বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন হয়েছেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল।
তবে বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন সম্পূর্ণ পারিবারিক বিষয় এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই। তিনি বলেন, "মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক। আইন আইনের পথে চলবে।"