শেষ আপডেট: 12th November 2024 22:54
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি- ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পতাপুকুরিয়া অনন্তরাউল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়। সেখানে ৪১টি আসনের মধ্যে ৩৭টি আসনই দখল করে তৃণমূল। বাকি ৪টি আসন পেয়েছে বিজেপি।
রাত পোহালেই বাংলার ছয়টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই আবহেই শাসক দলের জন্য স্বস্তির খবর। পূর্ব মেদিনীপুর জেলা থেকে শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় নির্বাচনে বড় জয় পেল তৃণমূল।
সব ক'টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল, বিজেপি। সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ১০৫৬ জন। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল। তারপরেও তৃণমূলের এই জয় ভাবাচ্ছে বিজেপিকে।
স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি সুনীত কুমার পট্টনায়ক এই জয়ের পর জানান, 'মানুষ নিজে থেকেই আমাদের প্রার্থীদের ভোট দিয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু শক্তি ছিল তাও ক্ষয় হয়ে যাচ্ছে।'
যদিও আগামী দিনে ভাল ফল করার চেষ্টা করবে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বলাবলি হচ্ছে সমবায় নির্বাচনের ফলাফল দিয়ে সবকিছু বিচার করা যায় না।