শেষ আপডেট: 9th March 2025 21:27
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের পার্টি (Trinamool) অফিসে ডেকে দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণ (Rape)! এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায়। 'নির্যাতিতা' বিজেপি (BJP) করেন বলে দাবি ভারতীয় জনতা পার্টির। অভিযুক্তের গ্রেফতারির (Arrest) দাবিতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা।
রোববার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। তাঁর কথায়, এদিন সকালে একটা ঝামেলার ব্যাপারে অভিযোগপত্র নিয়ে তৃণমূল কার্যালয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তখনই পার্টি অফিসের দরজা বন্ধ করে এক তৃণমূল নেতা ধর্ষণ করেন। সঙ্গে ছিলেন দলের আরও এক কর্মী।
তিনি বলেন, "খানিকক্ষণ পর দলের আর এক কর্মী ও তাঁর মা ভেতরে ঢুকে আমার স্ত্রীকে উদ্ধার করেন। নির্যাতনের সময় তাঁরা ভেতরে ঢুকে পড়ায় তাঁদেরও মারধর করেছেন অভিযুক্তেরা। এখন আমার স্ত্রী মেদিনীপুর মেডিক্যালে ভর্তি।"
অন্য দিকে, অভিযুক্ত তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, এই অভিযোগে পুলিশ এক জনকে আটক করেছে বলে খবর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, "ওই মহিলা এক সময় বিজেপি করতেন। তাঁর স্বামীর একটি ওষুধের দোকান রয়েছে। বিজেপি করার 'অপরাধে' গত কয়েক বছর ধরে নানা ভাবে তাঁদের হেনস্থা করা হয়েছে। জোর করে তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হত। এই গন্ডগোল থেকে নিস্তার পাওয়ার জন্য মহিলাকে প্রস্তাব দেওয়া হয়, তাঁকে বিজেপি ছাড়তে হবে।"
শনিবার মহিলাকে অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছিলেন, লিখিত ভাবে তাঁকে জানাতে হবে যে, তিনি বিজেপি ছাড়ছেন। সেই চিঠিই পার্টি অফিসে জমা দিতে গিয়েছিলেন মহিলা। তখনই তাঁকে 'ধর্ষণ' করা হয়। 'নির্যাতিতার' অভিযোগ, হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করতেও অস্বীকার করেন চিকিৎসকরা।
যদিও স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানার দাবি, কী হয়েছে তিনি জানেন না। খোঁজখবর নেওয়া হচ্ছে। কিছু ঘটে থাকলে দল কড়া ব্যবস্থা নেবে।
জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "দুই পক্ষের লিখিত অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।"