শেষ আপডেট: 31st October 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: ভূত চতুর্দশীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়ায়। দিঘাগামী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। তাঁরা প্রত্যেকেই রেললাইন ধরে হাঁটছিলেন ঘটনার সময়। রঘুনাথবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনই পেশায় ফল ব্যবসায়ী। ফল নিয়ে হলদিয়ায় গিয়ে বিক্রি করতেন এবং রাতে ফিরে আসতেন। বুধবার, কালীপুজোর আগের দিন সন্ধেয় প্রতিদিনের মতো হলদিয়া থেকে পাঁশকুড়ার ট্রেনে উঠেছিলেন। নেমেছিলেন রঘুনাথবাড়ি স্টেশনে। তারপর রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন।
সেসময় দিঘাগামী একটি ট্রেন চলে আসে ওই লাইনে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। আরেক মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত। তাঁর আজ ভোর রাতে মৃত্যু হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয়রা গোটা ঘটনা দেখে রেলের দিকে আঙুল তুলেছে। তাদের একাংশের মতে, রঘুনাথবাড়ি স্টেশনে নেমে যাওয়া আসার যে রাস্তা রয়েছে, তা দীর্ঘদিন ধরে জলে ডুবে রয়েছে। ফলে, রেললাইন ধরেই হাঁটছে হচ্ছে নিত্যযাত্রীদের। একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে জানান তাঁরা।
মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও রাস্তা যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।