শেষ আপডেট: 10th January 2025 13:52
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনের অপেক্ষা চলছে। আগামী ৩০ এপ্রিল জগন্নাথ ধামের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর । জোর কদমে চলছে কাজ। তারমধ্য শোরগোল পড়ল ওল্ড দিঘায় মাসির বাড়ি অর্থাৎ সমুদ্র উপকূলে পুরনো জগন্নাথ দেবের মন্দিরে চুরির ঘটনায়।
এই মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য গেট। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ মাসির বাড়িটিও। উদ্বোধনের আগে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ মাসির বাড়িতে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। প্রত্যেকেই প্রণামী দিচ্ছেন। আর সেই প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালাল চোর।
একেবারে ঢিল ছোড়া দূরত্বে থানা। প্রশাসনের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছে মন্দির কর্তৃপক্ষ। পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ মাসির বাড়ির প্রেসিডেন্ট সুশীলকুমার প্রধান বলেন, "গ্রিল দেওয়া গেটের ভিতরে রাখা থাকে প্রণামীর বাক্স। চোর সেখান থেকে বাক্স ভেঙে টাকা পয়সা চুরি করেছে। এখন এই মন্দির মাসির বাড়ি হয়ে গেছে। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। তাই এখানকার নিরাপত্তায় আরও নজর দিতে হবে পুলিশকে। আমরা দিঘা থানার ওসির সঙ্গে দেখা করে সেই দাবিই জানিয়েছি।"
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। চুরি খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়েছে সৈকতনগরীতে।