শেষ আপডেট: 7 August 2024 07:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: স্কুল পরিদর্শকের সই নকল করে স্কুলেরই জমি বিক্রি করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল রাজ্যের একটি স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে। এই খবরে শোরগোল পড়েছে রামনগর ব্লকের হলদিয়ায়। ওই প্রধানশিক্ষক ‘জালিয়াতির’ কথা লিখিতভাবে স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রামনগর ১ ব্লকের হলদিয়ার গ্রাম পঞ্চায়েতের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলে। অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম অশোককুমার মণ্ডল। পরিদর্শকের সই নকল করে ১ লক্ষ ৭০ হাজার টাকায় স্কুলের ১৭ ডেসিমেল জমি তিনি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুল পরিচালন কমিটির সদস্যরা লিখিত অভিযোগ জানান, জেলার বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মৈত্রকে। তারপরেই তদন্ত শুরু হয়। দেখা যায় স্কুল পরিদর্শকের সই নকল করে বিক্রি করা হয়েছে ওই জমি।
স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল জানান, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন। যা ব্যবস্থা নেওয়ার তাঁরাই নেবেন। স্কুলের জমি ফেরতের বিষয়টি নিয়ে অভিভাবকদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল,২৪ জুলাইয়ের মধ্যে জমি ফিরিয়ে দিতে হবে। সময়সীমা পেরোলেও জমি ফেরত হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য, বিষয়টি আলোচনা স্তরে রয়েছে। তিনি বলেন, “এই বিষয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। অভিযোগ এখনও আলোচনা স্তরে আছে। অভিযোগ খণ্ডনও হতে পারে।”
২০২২ সালে রাজ্যের বহু স্কুলে পরিচালন সমিতি তৈরি হয়েছে। তার আগে বেশ কয়েক বছর পরিদর্শকদের প্রশাসক এবং প্রধানশিক্ষককে পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। সেই পর্বেই বহু স্কুলে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠে আসে।