টিউবে করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ বধূকে। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 26th October 2024 15:48
দ্য় ওয়াল ব্য়ুরো, পশ্চিম মেদিনীপুর: ১৫ বছর ধরে নিকাশি বেহাল! অল্প বৃষ্টিতেই ভেসে যায় পথ। ঘূর্ণিঝড় দানার প্রভাবে লাগাতার বৃষ্টিতে তাই রাস্তা এখন আস্ত নদী। তাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় টিউবে চাপিয়ে হাসপাতালে নিতে হল ১০ দিন আগে মা হওয়া এক মহিলাকে।
সেই ছবি প্রকাশ্যে আসতে হইচই পড়ে গেছে গোটা জেলায়। কিন্তু তাঁরা এতেই অভ্যস্থ বলে জানাচ্ছেন ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকার বাসিন্দারা। কারণ অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু সমান জল হয়ে যায়। তখন এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে এভাবেই টিউবের উপর বসিয়ে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে।
শুক্রবার আবার সেই ঘটনারই মুখোমুখি হতে হল স্থানীয় বাসিন্দা লক্ষ্মী নায়েক ও তাঁর পরিবারকে। দিন দশেক আগে মা হয়েছেন লক্ষ্মী। সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সেই টিউবেই তুলতে হয় তাঁকে। কারণ বাড়ির সামনের রাস্তা দিয়ে নদী বয়ে যাচ্ছে তখন। অসুস্থ বধূকে টিউবে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ হয়ে পড়লে টিউবে চাপিয়ে জলমগ্ন রাস্তা পার করানো ছাড়া তাঁদের আর কোনও উপায় থাকে না। কিন্তু প্রশাসন এ বিষয়ে উদাসীন। বারবার বলা হলেও এই সমস্যা থেকে তাঁদের মুক্তি দিতে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। যদিও পঞ্চায়েত প্রধান পূর্ণিমা ভুঁইয়ার দাবি, চলতি মরসুমেই সংস্কারের লক্ষ্য রয়েছে তাঁদের। তিনি বলেন, ‘‘দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার করা হবে। যে পরিস্থিতিতে ওই মহিলাকে হাসপাতালে নেওয়া হয়েছে তা মর্মান্তিক।"