শেষ আপডেট: 3rd January 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘার ভিড়ে মোবাইল ফোন চুরির অভিযোগে শুক্রবার সকালে জনতার রোষের শিকার হয় ১ যুবক। তড়িঘড়ি দিঘা থানার পুলিশ পৌঁছে কোনও রকমে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে। ধৃতকে জেরা করে এই চক্রে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।
অভিযোগ, দিঘায় বর্ষবরণের লাগাতার ভিড়কে কাজে লাগিয়ে ছিনতাইবাজদের রমরমা চলছিল। দেদার চুরি হয়েছে পার্স ও মোবাইল ফোন। দিঘা থানায় দায়ের হয়েছে বেশ কয়েকটি অভিযোগ। বছর শুরুর এই সময়টায় সৈকত শহরে পর্যটকদের যথেষ্ট ভিড় রয়েছে। এই ভিড়কে কাজে লাগাতে একটি চক্র বরাবরই সক্রিয় থাকে। এবারও তার ব্যাতিক্রম হয়নি।
শুক্রবার নিউ দিঘার একটি বেসরকারি হোটেল থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি করার অভিযোগে ১ যুবককে পাকড়াও করে স্থানীয়রা। মারধর করে তাকে দিঘা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দিঘা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ৬ যুবক সৈকত শহরে একের পর এক মোবাইল চুরির সাথে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছ ধৃতরা হাওড়া জেলার বাসিন্দা। ভিড়কে কাজে লাগিয়ে দুষ্কর্ম চালাতে একসঙ্গে অনেকে এসেছিল দিঘায়। আজ ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। চক্রে জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।