শেষ আপডেট: 31st July 2024 15:35
দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছেন একের পর এক রোগী। নিত্যদিন বাড়ছে খাতায় কলমে 'অ্যাবসকনডার' এর সংখ্যা। আর এর জেরে শুধু পরিষেবা নয়, হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
তথ্য বলছে, গত আটদিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ১৩০ জন রোগী। এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছেন ২০ জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে।
একদিনে ২০ জন রোগী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী নিখোঁজের ঘটনা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপকুমার পলমল। তিনি জানান, রোগী নিখোঁজের কারণ খুঁজতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এই সংখ্যাটা কমিয়ে আনা যাবে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, কেন রোগীরা চিকিৎসার মাঝপর্বে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন, তা সবার দেখা উচিৎ। পুরো বিষয়টির তদন্ত হওয়া দরকার। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা হয় না, পরিবেশও অত্যন্ত খারাপ। সেখানে থাকতে না পেরেই চলে যাচ্ছেন রোগীরা।
হাসপাতালের একটি সূত্র দাবি করেছে, হাসপাতালের নিয়ম মেনে ছুটি না দিতেই রোগীদের একাংশ চলে যাচ্ছে। ফলে তাদেরকেও পুলিশে অভিযোগ দায়ের করতেই হচ্ছে। রোগীদের পলাতক দেখাতে হচ্ছে।