শেষ আপডেট: 10th September 2024 14:29
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ফের ময়নার বাকচায় হানা দিল এনআইএ। মঙ্গলবার এনআইএর আধিকারিকরা পাঁচজন অভিযুক্তের বাড়ি সিল করে দিয়ে যায়। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগে ময়নায় খুন হন বিজয়কৃষ্ণ ভূুঁইয়া।
২০২৩ সালের ১লা মে গোড়ামহল গ্রামের বাসিন্দা বিজয়কৃষ্ণবাবু নিখোঁজ হয়ে যান। ওই রাতে বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধার থেকে বিজয়কৃষ্ণবাবুর (৫৫) দেহ উদ্ধার হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ ওঠে।
পঞ্চায়েত ভোটের আগে এই খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। ওই মামলায় ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিহত বিজেপি নেতার স্ত্রী। পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এই মামলাতেই সোমবার গভীর রাত থেকে ময়নাজুড়ে তল্লাশি শুরু করে এনআইএ। ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইয়ের প্রতিনিধি দল।
১৪ টি দলে ভাগ হয়ে এফআইআর এ নাম থাকা ৯ জন তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। পাঁচজন অভিযুক্তর বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে তল্লাশি চালান এনআইএর গোয়েন্দারা। তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক, তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, সৌমিত্র মণ্ডল, শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এনআইএ। তদন্তের জন্য তৃণমূল নেতা কমল খুটিয়া, মোহন মণ্ডল, সুজিত কর, নবকুমার মণ্ডল, অমিতাভ ভঞ্জদের বাড়িতেও হানা দেয় এনআইএ।