শেষ আপডেট: 12th December 2024 13:24
দ্য ওয়াল ব্য়ুরো, পূর্ব মেদিনীপুর: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হল। এনআইএর তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে তার ডেরায় হানা দেয়। গ্রেফতার করে তাকে।
২০২৩ সালের পয়লা মে ময়নার বাকচায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূুঁইয়া। ঘটনার পরেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় কয়েকজন। এর আগে সেপ্টেম্বর মাসে গোড়ামহলে অভিযান চালিয়ে ১০ জন তৃণমূল নেতার বাড়ি সিল করে দেয় এনআইএ।
কয়েকদিন আগেও এনআইএ এর হাতে ধরা পড়েছিল এক অভিযুক্ত। তাঁকে জেরা করেই বুধবার গভীর রাতে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত লাগোয়া একটি ডেরায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় শুভেন্দু ভৌমিক নামে এক অভিযুক্তকে। শুভেন্দু দীর্ঘদিন ধরে ফেরার ছিল। বুধবার সন্ধ্যায় এলাকায় ঢুকতেই খবর পেয়ে যায় এনআইএ। সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।
২০২৩ সালের ১ মে বাড়ির কাছ থেকেই বাকচা পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। মারধরের পরে গুলি করে খুন করে তারপর দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল হয়েছিল বলে অভিযোগ। বিজয়ের স্ত্রী লক্ষ্মীরানি ভুঁইয়া তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, তৎকালীন পঞ্চায়েত প্রধান সুখলাল মণ্ডল-সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ময়না থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
পরে পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিল নিহতের পরিবার। তারপরেই গত এপ্রিল মাসে খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তভার হাতে নিয়ে একাধিক বার গোড়ামহল গ্রামে ক্যাম্প করে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয় এনআইএ। তারপরেই শুরু হয় অভিযান