শেষ আপডেট: 8th December 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সমবায় নির্বাচন কেন্দ্র করে রণক্ষেত্র নন্দীগ্রাম। উঠল বোমাবাজির অভিযোগ। রবিবার তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল। সকালে ৮টা থেকে নন্দীগ্রামের কাঞ্চননগরে হাইস্কুলে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি-তৃণমূলের মধ্যে গন্ডগোল শুরু হয়। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশের কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল ভোট কেন্দ্রের সামনে। টান টান উত্তেজনার মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়। অভিযোগ, ভোটের মধ্যেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপির প্রার্থী মেঘনাথ পাল ও তাঁর অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ধস্তাধস্তি শুরু হয়। দফা দফার গন্ডগোল চলতে থাকে দুপক্ষের মধ্যে। তখনই বোমাবাজি শুরু করে দুষ্কতীরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। পুলিশের কমব্যাট ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
এলাকার এক নার্সারির মালিক দেবপ্রসাদ মাইতি বলেন, "আমরা সকলে গল্প করছিলাম। আচমকাই বোম ফাটার শব্দ শুনি। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।"
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ৭টি আসন, তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্দল মিলিয়ে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শুরু কয়েক ঘণ্টার মধ্যেই তাল কাটে। ভোটকেন্দ্র থেকে ২০০ মিটারের মধ্যে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এমন পরিস্থিতির মধ্যে ভোট পর্যবেক্ষণে গিয়েছিলেন। পরিস্থিতি অগ্নিগর্ভ নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকায়।