শেষ আপডেট: 29th September 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একটিও আসন ধরে রাখতে পারল না তৃণমূল। সব কটি আসন দখলে রাখল বিজেপি। রবিবার নন্দীগ্রামের মহম্মদপুর সমবায়ে সমিতির নির্বাচন ছিল। সেখানে ৯টি আসন ছিল। সেই ৯টি আসনেই জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। ফল ঘোষণার পরেই আনন্দে মেতে ওঠে বিজেপি কর্মীরা। পুজোর আগে গেরুয়া আবিরে অকাল হোলিতে মাতেন তাঁরা। বিজেপির দাবি, এই জয় মানুষের। সামনে আরও বড় জয়ে আসতে চলেছে।
নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের কথায়, “এটা অরাজনৈতিক নির্বাচন। এখানে রাজনৈতিক কোনও প্রতীক থাকে না। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত গ্রামপঞ্চায়েত সদস্যও বিজেপি। সুতরাং এখানে বিজেপি রাজনৈতিকগতভাবে তৃণমূলের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে।”
রবিবার শান্তিপূর্ণ ভাবে মহম্মদপুর সমবায় সমিতির নির্বাচন হয়। ৯টি আসন বিশিষ্ট এই সমিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সবক’টি আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফল বেরোনোর পরে দেখা যায়, একেবারেই সেখানে খাতা খুলতে পারেনি তৃণমূল। সব ক’টি আসনের জয়লাভ করেছে বিজেপি।
জেলা কমিটির সদস্য সুপর্ণা পড়্যা বলেন, “৯টি আসনের ৯টিই বিজেপি সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। আমরা মনোনয়নের দিন প্রতিজ্ঞা করেছিলাম যে এখানে বিরোধী শূন্য করব। কারণ এই মাটি আমাদের বিজেপির শক্ত ঘাঁটি।”