শেষ আপডেট: 27th August 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: নবান্ন অভিযান নিয়ে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেই ভিডিওর নিয়েই বিজেপির তিন নেতাকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। জেরার পরে ঘাটাল থেকে ওই নেতাকে গ্রেফতার করল ঘাটাল থানা। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। মঙ্গলবার তিনজনকে আদালতে তোলা হয়।
ওই তিন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, নবান্ন উস্কানি দিয়ে শান্তি পাকানোর চেষ্টা করছিলেন ওই তিন নেতা। নবান্ন অভিযানের আড়ালে এই ঘটনা ঘটনোর চেষ্টা করছিলেন তাঁরা।
সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেছিলেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা। তাঁরা দাবি করেছিলেন, নবান্ন অভিযানে তাঁরা ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। তাঁদের হাতে এই সংক্রান্ত কিছু ভিডিও এসেছে। পুলিশের পোশাক পরে গুলি চালনার চক্রান্ত করা হয়েছে।
এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সোমবার খড়্গপুর পুরসভার বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় ও সৌমেন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের সঙ্গেই চন্দ্রকোনা দক্ষিণের বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব মালকেও ডেকে পাঠিয়েছিল। ভাইরাল ভিডিও নিয়ে তাঁদের জেরা করা হয়। এরপরে তাদের গ্রেফতার করা হয়। যদিও এই তিন নেতা জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাঁদের যোগ রয়েছে এমনটা দেখেই তাঁদের থানায় ডাকা হয়েছিল।