শেষ আপডেট: 2nd November 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীরপুর: রেললাইন থেকে উদ্ধার হল তরুণের ছিন্নভিন্ন দেহ। শুক্রবার দীপাবলির রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের রামনগরে। ইতিমধ্যেই পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণের নাম প্রীতম দাস। ২২ বছরের প্রতীমের বাড়ি রামনগর এলাকায়। কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। তারপর থেকে বাড়িবন্দি হয়ে পড়েন প্রতীম।
মৃতের আত্মীয়দের দাবি, ওই তরুণের পুরুষাঙ্গে একটি ফোঁড়া হয়েছিল। তাই নিয়ে বেশ কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন প্রতীম। চিকিৎসাও চলছিল। বিষয়টি জানাজানি হতে ঠাট্টা-তামাশা শুরু হয়। বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা প্রায়ই প্রতীমকে উদ্দেশ করে কটূক্তি করতে থাকেন। এমনকী বন্ধু-বান্ধবরা তাঁর সন্তান জননের ক্ষমতার হারানো নিয়েও রাগাতে শুরু করেন। দিনের পর দিন এমন ব্যবহার পেয়ে ক্রমশ অবসাদে ভুগতে শুরু করেন ওই তরুণ। এক সময়ে নিজেকে ঘরবন্দি করে নেন।
পরিবারের কথায়, "অবসাদেই আত্মঘাতী হয়েছে ছেলে।" রামনগর থানার ওসি অমিত দেব জানিয়েছেন, “আত্মহত্যার একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”