শেষ আপডেট: 9th September 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বাড়ি ফেরার সময়ে পড়ুয়াকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে পাঁশকুড়ায় শোরগোল পড়ে গেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের কাছে সে আগে পড়তে যেত। ইদানিং ওই অন্য একটি কোচিংয়ে ভর্তি হয় ছাত্রী। রবিবার সেখানেই টিউশন পড়ে গেছিল ক্লাস টুয়েলভের ওই ছাত্রী। সন্ধেবেলায় বাড়ি ছিল সে। অভিযুক্ত তার পথ আটকায়। হাত ধরে টানাটানি করে। ওই ছাত্রী হাত ছাড়াতে চাইলে শারীরিক নিগ্রহ করা হয় তাকে বলে অভিযোগ। কোনও রকমে নিজে বাঁচিয়ে বাড়িতে পৌঁছয় ওই ছাত্রী। সমস্ত কথা বাবা-মাকে জানায়। পরে পাঁশকুড়া থানায় গিয়ে ছাত্রীর মা ওই শিক্ষককে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরে ওই শিক্ষককে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। সোমবার তাকে তমলুক আদালতে পেশ করা হয়। যদিও অভিযুক্তের দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেম চলছিল। বাড়িতে যাতায়াতও ছিল। মাঝে ঝামেলা হয়। তারপরেই থেকে দূরে দূরে থাকতে শুরু করেছিল ওই ছাত্রী।