শেষ আপডেট: 2nd September 2024 15:23
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সরকারি ট্যাপকলের জল খেয়ে বিষক্রিয়া! কাঁথি ১ নম্বর ব্লকের মহিষাগোঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
স্থানীয় মানুষের অভিযোগ, গত তিনদিনে পানীয় জল খাওয়ার পরে অনেকে অসুস্থ হয়েছেন। এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন। স্থানীয় মাজনা হাসপাতালে ইতিমধ্যেই প্রায় ১৫ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড না থাকায় কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে আরো অনেককে। জলে বিষক্রিয়া থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা বলেছেন, পেটে ব্যথার সঙ্গে বমি ও পেট খারাপ শুরু হচ্ছে।
গ্রামবাসীদের আরও অভিযোগ, চিকিৎসকেরা জানিয়েছেন পরিশুদ্ধ পানীয় জল খেতে। সরকারিভাবে টিউবেল বা পানীয় জলের সরবরাহ নেই। যেটা ছিল সেটা এই অবস্থা। কিন্তু আর্থিক সমস্যা থাকার কারণ জল কিনে খাবার সামর্থ নেই। এখন এই পরিস্থিতির মধ্যে কীভাবে তাঁরা সুস্থ হয়ে উঠবে সেবিষয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে। সরকারিভাবে বিকল্প জল পরিষেবা পৌঁছায়নি গ্রামে।