শেষ আপডেট: 17th June 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। আইআইটির ভিতরেই সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী নামে দুটি মহিলা হস্টেল রয়েছে। ওই দুটি হস্টেলের মধ্যে সংযোগকারী একটি ছাদ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান কলেজের পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় আইআইটি-র ক্যাম্পাসে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
আইআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। ২১ বছরের দেবিকা বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়। দিন কয়েক আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পরই এই ঘটনা।
আইআইটি পড়ুয়াদের সূত্রে জানা যায়, সোমবার সকালে হস্টেল চত্বরে ঘোরাফেরা করছিলেন তাঁরা। সে সময়ে কয়েকজন পড়ুয়া দুটি হস্টেল ভবনের সংযোগকারী ছাদ থেকে দেবিকাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এই দৃশ্য দেখে তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। শোরগোল পড়ে যায় গোটা আইআইটি চত্বরে। হস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারকে খবর দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়ার বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আত্মহত্যা নাকি ঘটনার পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে তারা।