শেষ আপডেট: 7th August 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর কলেজ। ইউনিয়ন অফিস দখল নিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায় বলে অভিযোগ। উভয়পক্ষকেই একে অপরের দিকে চেয়ার ছুঁড়তে দেখা যায়। নিজেদের মধ্যে পাথর ছোড়াছুড়ি করেন সদস্যরা। এতে দুপক্ষের ৪ জন আহত হয়।
কলেজ সূত্রে জানাগিয়েছে, ইউনিয়ন অফিসে বসেছিলেন ছাত্র নেতা শেখ অমন এবং তাঁর সঙ্গীরা। তখনই তৃণমূল ছাত্র পরিষদের অপর নেতা রোহন দাসের গোষ্ঠী এসে ওই ইউনিয়ন অফিস দখল করার চেষ্টা করে। অভিযোগ, তখনই অমন ও তাঁর দলবলের উপর হামলা চালানো হয়। রড-পাথর হামলা করে। বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনেই খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদে এক গোষ্ঠী।
খড়গপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সেখ অমনের অভিযোগ, "আমরা খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে বসে ছিলাম কিছুদিন আগে রুম পরিষ্কার করেছি। লাইট লাগিয়েছি। বিজেপি থেকে তৃণমূল ছাত্র পরিষদে কিছুদিন আগে যোগদান দিয়ে রোহন দাস হঠাৎ করে বহিরাগতদের নিয়ে ইউনিয়ন রুমে ঢুকে পড়ে। আমাদের উপরে রড পাথর দিয়ে হামলা চালায়। আমাদের দুজন আহত তারা হাসপাতালে ভর্তি আছে।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রোহন।