শেষ আপডেট: 25th October 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাশের রাজ্য ওড়িশাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় দানা। রাত সাড়ে এগারোটা ভিতরকণিকা ও ধামরা মধ্যবর্তী এলাকায় আছড়ের পড়ে সাইক্লোনটি। চার ঘণ্টা ধরে চলেছে এর ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বাংলার দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরেও।
শুক্রবার সকালে থেকে ঘণ্টায় ঘণ্টায় বদল হয়েছে দিঘা, মন্দারমণির পরিস্থিতি। ভোরের দিকে প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতে জলোচ্ছ্বাস হওয়ায় শুক্রবার সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে দিচ্ছে না প্রশাসন।
দানার তাণ্ডবের ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তিনি জানিয়েছেন, গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কম-বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তেমন গুরুতর ক্ষতি হয়নি। যত পরিমাণ ঝোড়ো হাওয়ার বইছিল তাতে জেলা জুড়ে প্রায় আড়াইশ থেকে ৩০০ কাঁচা বাড়ি পড়েছে। দেড়শ থেকে ২০০ ইলেকট্রিক পোস্ট ভেঙেছে। কোথাও কোথাও কিছু গাছ পড়েছে। তবে আমফানের সময়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, তেমন কিছু হয়নি।
তিনি আরও জানিয়েছেন, রাতে আশ্রয় শিরিরেগুলিতে চলে গেছিলেন বহু মানুষ। প্রশাসনের মদতেই তাঁদের সরিয়ে আনা হয়েছিল। তাদের জন্য পর্যাপ্ত খাবার, পানীয় জল ব্যবস্থা ছিল। সকাল হতেই কোনও কোনও পরিবার বাড়ি ফিরে গেছে। দু -এক জায়গায় সমুদ্র বাঁধের ফাটল দেখা দিয়েছে। সেগুলি মেরামতির কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাতে ঝড়ের দাপট একটু বেশি থাকায় জলোচ্ছ্বাসও খানিকটা হয়েছে। ওভারঅল জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা নেই। বিকেলের দিকে আরও স্পষ্ট ভাবে বলা যাবে, জেলা এখন স্বাভাবিক রয়েছে।