শেষ আপডেট: 24th October 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে 'দানা'। ওড়িশা ধামরা ও ভিতরকণিকায় ল্যান্ডফল করবে। সেই সময়ে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার। তাই আগে ভাগে সতর্ক ওড়িশা ও পশ্চিমবঙ্গ। দিঘা, মন্দিরমণি, হলদিয়া, সুন্দরবনে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। বুধবার রাত হলদিয়া বন্দরে অপারেশনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে কন্ট্রেোল রুম খোলা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত হলদিয়া বন্দরের সমস্ত ধরনের অপারেশনের কাজ বন্ধ থাকবে। বুধবার সাড়ে সন্ধে ৬ টা পর থেকে লকগেটে অপারেশনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকী বন্দরে জাহাজ চলাচলও বন্ধ। জাহাজগুলি থেকে মাল খালাস করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের জন্য আগামী দুদিন বন্দের পণ্যবাহী ওঠা-নামা বন্ধ রাখা হবে। এই মুহূর্তে হলদিয়া বিমান বন্দরে ১৬টি ছোট বড় জাহাজ রয়েছে। কোস্টগার্ডের নজরদারির জন্য ৫টি ভেসেল ও জাহাজ রয়েছে। একই সঙ্গে ৫টি বার্জও ডকে রাখা হয়েছে। শিকাল দিয়ে বাঁধা হচ্ছে ক্রেন।
ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গোপসাগরের উপরে। বন্দরের ডক এরিয়া লকগেটের সাহায্যে নদী থেকে জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে।