শেষ আপডেট: 9th February 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামে পাগল কুকুরের কামড়ে জখম ১০ জন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। কারও পায়ে কামড়েছে তো কারও হাতে ও শরীরের অন্যান্য অংশে। আপাতত বন দফতরকে খবর দিয়েছে স্থানীয়রা। আগামীকাল থেকে মাধ্যমিক শুরু হওয়ায় আতঙ্কে পড়ুয়ারা।
একদল পাগল কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে নন্দীগ্রামের গোকুলনগর, গারুপাড়া, অধিকারী পাড়া, তেখালি-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, হঠাৎই এর ওপর লাফিয়ে পড়ছে ওই দলটি। চোখ খুবলে নেওয়ার চেষ্টাও করছে। টার্গেট করছে এলাকার বাচ্চাদের। তাদের বাঁচাতে গিয়ে জখম হচ্ছেন বাবা-মায়েরা। এমনই এক শিশুকে বাঁচাতে গিয়ে তাঁর মাও রোষের মুখে পড়েন। তাঁর চোখে আক্রমণ চালায় একটি কুকুর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজনকে এলাকার স্বাস্থ্যকেন্দ্রেও পাঠানো হয়েছে। গ্রামবাসীরা এই ঘটনার পর ওই কুকুরগুলিকে ধরার চেষ্টা করেন। কিন্তু সম্ভব হয়নি। ফলে রাস্তায় বেরোলেই লাঠি হাতে দল বেঁধে বেরোচ্ছেন।
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। এলাকায় এমন পরিস্থিতি হওয়ায় চিন্তায় অভিভাবকরা। পড়ুয়ারাও ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। পুলিশে খবর দেওয়া হয়েছে, তাঁরা এলাকায় আসেন ও পরে বন দফতরকে গোটা বিষয়টি জানান। বন দফতরের সাহায্য ছাড়া ওই কুকুরের দলটিকে ধরা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।