শেষ আপডেট: 6th January 2025 19:30
রাস্তা দিয়ে এগোচ্ছেন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। গা ছম ছমে পরিবেশ।
ঠিক এই সময়ে অন্ধকারে মধ্যে দূরে জ্বলতে দেখলেন, কয়েক হাজার আলো। শীতের রাতে পাঁশকুড়ার নস্করদিঘি, শাঁখটিকরি, জানাবাড় এলাকায় গেলে এমনই অভিজ্ঞতা হওয়াটা স্বাভাবিক।
ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমিতে চন্দ্রমল্লিকা ফুল চাষ হচ্ছে। একেবারে বিজ্ঞানসম্মত ভাবেই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফুল চাষ করে সাফল্য় পেয়েছেন পাঁশকুড়ার ফুল চাষিরা।
ভিডিওটি দেখুন
চাষিরা জানিয়েছেন, প্রকৃতির খামখেয়ালিতে ফুল চাষের ক্ষতি হচ্ছিল। ঠিকমতো রং-আকার আসছিল না ফুলের। ফলে ব্যবসায় ক্ষতি মুখে পড়তে হচ্ছিল চাষিদের। তাই রাতেও যাতে গাছেরা খাবার তৈরি করতে পারে, তাই বিজ্ঞানের সাহায্য নিয়েছেন চাষিরা।
কীভাবে হচ্ছে ফুল চাষ? চাষি কৃষ্ণ অধিকারী জানিয়েছেন, সূর্যের আলো নয়, এবার বৈদুতিক আলোর মাধ্যমে ভাল মানের ফুল ফোটাচ্ছেন। এতে ফুলের বৃদ্ধিও ভাল হয়।
নস্করদিঘি, শাঁখটিকরি, জানাবাড় সহ বিস্তীর্ণ এলাকা চাষিদের রুজি রোজগার এই ফুল চাষের উপর নির্ভরশীল। তাই বিকল্প পদ্ধতিতে ফুল চাষে বৃদ্ধি পেয়েছে উপার্জন। এতে খুশি চাষিরা।