শেষ আপডেট: 22nd October 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মানুষের ভিড়ে দিঘায় এখনও উৎসবের আবহ। তারই মধ্যে ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে মানুষকে সতর্ক করছে প্রশাসন। চলছে মাইকে প্রচার। তবে আবহাওয়ার তেমন কোনও অবনতি এখনও নজরে আসেনি।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ওড়িশার পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিম্নচাপটি অবস্থান করছে। বুধবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি। আবহবিদদের অনুমান, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। সেক্ষেত্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এর প্রভাবে বাংলা এবং ওড়িশা উপকূলের কাছাকাছি বুধবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এবং শুক্রবার হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ ২৪ পরগনাতেও অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে মঙ্গলবার সকাল থেকে দিঘায় তৎপরতা শুরু হলেও আবহাওয়ায় তেমন কোনও প্রভাব এখনও পড়েনি। পর্যটকদের ভিড় রয়েছে সৈকত নগরীতে। দিঘার পুলিশ প্রশাসন সোমবার থেকে মাইকে প্রচার চালিয়ে সতর্ক করছে পর্যটক ও স্থানীয় মানুষকে। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালেও মাইকে প্রচার করা হয়। পর্যটকের ভিড় থাকায় নজরদারিও রাখা হয়েছে। এদিন সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরও মোতায়েন করা হয়েছে।