শেষ আপডেট: 11th November 2024 15:31
দ্য় ওয়াল ব্য়ুরো, পূর্ব মেদিনীপুর: দোকান নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দিঘা। পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। উঠেছে অগ্নিসংযোগের অভিযোগ।
নিউ দিঘা ক্ষণিকা মার্কেটে ডলি দাস মহাপাত্রের স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করছিলেন। দীর্ঘদিন ধরে এই দোকান নিয়েই সংঘাত চলছে। সোমবার এই সংঘাতই মারাত্মক আকার নেয়। অভিযোগ, সোমবার সকালে যখন ডলি মহাপাত্র তাঁর কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন তখনই ব্যবসায়ী কমিটির লোকজন এবং সন্ধ্যারানি চন্দ নামের এক ব্যবসায়ী তাঁর উপরে চড়াও হন। তাঁরা দোকান বন্ধ করার জন্য চাপ দিলে বচসা বেঁধে যায়। বচসা গড়ায় হাতাহাতিতে।
ব্যবসায়ী সমিতির কর্মকর্তা অশোক চন্দ জানান, ওই দোকান তৈরির সময় ওয়েন্ডিং চলছিল। তার থেকে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকার তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়। তাই ক্ষতিপূরণ না পেলে তাঁরা দোকান খুলতে দেবেন না। তিনি বলেন, "ওরা দোকান খুলুক। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু যে ব্যবসায়ীদের দোকান আগুন পুড়ে গিয়েছিল, তাদের ক্ষতিপূরণ দিতে হবে।"
তবে ওই দোকানের মালিক ডলি দাস মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "আমাদের দোকানের আগুনে কারও দোকান ভস্মীভূত হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে। দমকলের রিপোর্ট দেখলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। আমাদের মিথ্যে হয়রানি করা হচ্ছে।"
এদিকে ব্যবসায়ী সমিতির দাবি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন জগদীশ দাস মহাপাত্র ও তাঁর স্ত্রী। তাই বারবার পুলিশকে বলা হলেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি। এদিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের বিরুদ্ধে সরব হয় ব্যবসায়ীরা। পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বচসা ও হাতাহাতি বেঁধে যায়। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।