শেষ আপডেট: 19th February 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় পৌঁছনোর আগে পথে উল্টে গেল সরকারি বাস। তাতে শিশু সহ ৬০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে এসবিএসটিসির একটি বাস দিঘার দিকে আসছিল। কাঁথির বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে আসা বাসটি আচমকাই পাল্টি খায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষ। বাসে আটকে থাকা যাত্রীরা বাইরে বেরনোর জন্য চিৎকার করতে থাকেন। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের বের করতে সাহায্যের হাত এগিয়ে দেন বাসিন্দারা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা আহতদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
অনেকের অনুমান, ড্রাইভারের ঘুম চলে আসার কারণেই এই দুঘর্টনা ঘটেছে। আবার অনেকের ধারণা, সোমবার ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। সেই কারণেই দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কাঁথি হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা যাত্রীদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।