শেষ আপডেট: 10th August 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি-- এই তিনটি পদই আলো করে ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা, দীপক অধিকারী তথা দেব। কিন্তু কয়েক মাস আগে, লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকেই ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে নির্বাচনে জয়ের পরে আবার ফিরে পেলেন তিনটি পদই।
জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন দেব। তাতেই সেই ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি। ইস্তফা গ্রহণও করা হয়েছিল। সেই নিয়ে তৈরি হয়েছিল অনেক জল্পনা। অনেকেই মনে করেছিলেন, দলে হয়তো ক্ষমতা কমে গিয়েছে দেবের। বা, আশানুরূপ কাজ করতে না পারায় হয়তো চাপে পড়েই সরেছেন তিনি।
তবে সে সব জল্পনা মিথ্যে করে ফের পদের দায়িত্ব পেলেন দেব। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবুকালাম বক্স এ বিষয়ে বলেন, 'নির্বাচন কমিশনের বিধি মেনেই কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল দেবকে। ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগী কল্যাণ দফতরের চেয়াম্যান হয়েছেন দেব।'
এর পরেই ফের কটাক্ষের সুর বিরোধীদের গলায়। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, 'হাসপাতালে বেহাল অবস্থা, সে দিকে কোনও নজর নেই। সাধারণ মানুষ বা রোগীরা পরিষেবা পাচ্ছেন না। আইন মানার কোনও বালাই নেই।’