শেষ আপডেট: 23rd October 2024 10:33
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই শক্তির বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে 'দানা।' এই মুহূর্তে এটি রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। পাড়া দ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। উত্তাল দিঘার সমুদ্র। বাড়ছে জল। তৎপর রয়েছে প্রশাসন। সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গার্ডওয়াল পেরিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুর্যোগের কথা জানিয়ে, পর্যটকদের নিজ স্থানে ফিরে যেতেও বলা হয়েছে।
শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে 'দানা।' বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পুরী ও সাগর দ্বীপে মাঝে আছড়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে উপকূলের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারীর বৃষ্টি সঙ্গে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার থেকে।
পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একদিন আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৩ তারিখ থেকে সমুদ্র সংলগ্ন এলাকায় গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ রাখা হবে ফেরি সার্ভিস। পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় পাঠানো হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারিদের।
বুধবার সকাল থেকে কথা মতো তৎপর রয়েছে থানাগুলি। দিঘা, মন্দারমনি-সহ উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ফ্লাড রেসকিউ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। পাল্টেছে দিঘার চেহারা। পর্যটকের পরিমাণ তুলনামূলক ভাবে কম। সমুদ্রে বাড়ছে ঢেউ। সৈকত থেকে সকলকে সরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে স্থানীয় থানার আধিকারিকরা। নজরদারি চালাচ্ছেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। দিঘা থানার সিভিল ডিফেন্সের এক কর্মী এবিষয়ে জানান, 'জোয়ার এসেছে। জল বাড়ছে, ঢেউও বাড়ছে। কাউকে সমুদ্র সৈকতে রাখা যাবে না, এমনই নির্দেশ এসেছে থানা থেকে। বলা হয়েছে, হয় হোটেলে পাঠাও নয়, গার্ডওয়াল পেরিয়ে বসতে বলো। '
এবিষয়ে দিঘায় ঘুরতে আসা এক পর্যটক বলেন, 'সকাল থেকে তেমন কিছু ছিল না। পরিস্থিতি বুঝে অনেক সকালে স্নান করতে সমুদ্রে নামি। এখন তুলে দিয়েছে সকলকে।'
আজ সন্ধে থেকেই দাপট দেখাতে শুরু করবে দানা। আজ থেকেই জেলাজুড়ে আইসিডিএস স্কুল বন্ধ থাকছে। নিচু গ্রামগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের তরফে গ্রাম পঞ্চায়েত, উপকূলের ব্লক অফিসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।