শেষ আপডেট: 9th November 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: পোশাক খুলে 'হট নাচ' করতে চাপ দেওয়া হয়েছিল। আর তাতে শিল্পীরা রাজি না হওয়ায় আটকে রেখে মারধরের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে।
জোর করে নৃত্যশিল্পীদের জামা খুলে নাচ করানোর চেষ্টা করে সোনার বাংলা ক্লাবের লোকজন। নাচতে রাজি না হওয়ায় উত্তেজনা নন্দকুমার ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে ইতিমধ্যেই ঘটনায় ক্লাবের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই দু'জনকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারী এক নৃত্যশিল্পীর কথায়, 'তিন ঘণ্টার প্রোগ্রাম ছিল। কিন্তু পাঁচ ঘণ্টা আমাদের দিয়ে অনুষ্ঠান করানো হয়। শেষে ওরা হট নাচ করার কথা বলে। আমরা কেউ তাতে রাজি না হওয়ায় মারধর শুরু করে। মহিলাদেরও ছেড়ে দেয়নি। অবশেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এফআইআর করেছি।'