শেষ আপডেট: 29th October 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এজেন্সিকে বেআইনি ভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ ছিল। সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওই এজেন্সির নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।
মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দিয়ে বলেছেন, হাসপাতালগুলো থেকে ভ্রান্তি ভূষণ সিংয়ের নিরাপত্তা রক্ষীদের এখনই সরিয়ে দিতে হবে। বিচারপতি মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেন, 'টেন্ডারে উত্তীর্ণ ব্যক্তিকে সরিয়ে অসফল ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব বাতিল করতে হবে।'
শুধু তাই নয়, কোনও নিয়ম বা বিধি মেনে ওই কাজ হয়নি বলেই প্রাথমিক ভাবে আদালত নিশ্চিত। তাই ২১ অক্টোবর যে নোটিস দিয়ে প্রকৃত প্রাপক এমএম সিকিউরিটিস-কে বাদ দেওয়া হয়েছিল, সেই নোটিস স্থগিত করল উচ্চ আদালত।
এর সঙ্গে বলা হয়েছে, আদালতের রেগুলার বেঞ্চে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের হলফনামা দিয়ে জানাতে হবে, কেন এরকম একটা নোটিস তাদের তরফে ইস্যু করা হল।