শেষ আপডেট: 14th February 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। মাংসের দোকানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার খেজুরির দক্ষিণ কলমদানের বাসিন্দা সুমন জানার(৩০) ঝুলন্ত দেহ তাঁরই দোকানে দেখতে পান এলাকার বাসিন্দারা।
পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি মাংসের দোকানটিও সিল করে দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, এক মহিলার সঙ্গে সুমন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ সেই প্রেমিকাই বারবার সুমনকে খুনের হুমকি দিত।
মৃতের আত্মীয় সত্যরঞ্জন জানার দাবি, মহিলারাই ভাড়াটে লোক লাগিয়ে সুমনকে খুন করে ঝুলিয়ে দিতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর সুমনের দোকানে চারজন ছেলে আসে। এরপর ব্যবসায়ী রাতে বাড়িও ফেরেননি। এর মধ্যেই শুক্রবার সকালে দেহ উদ্ধারের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে এলাকা।