শেষ আপডেট: 4th January 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। ফাঁকা জায়গার নবনির্মিত রেল লাইনের কাছে ফিশারির ঝিলের পাশে দেহ দেখতে পান স্থানীয়রা। যার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
নন্দীগ্রামে ইদানিং অস্থির পরিস্থিতির মধ্যে ফের মহিলার দেহ উদ্ধারে ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। যদিও এখনও পর্যন্ত মহিলার দেহ উদ্ধার ঘিরে কোনও রকম রাজনৈতিক চাপানউতোর নেই।
পুলিশ জানিয়েছে, মহিলার বয়স প্রায় ৪০ বছর। অনুমান করা হচ্ছে মহিলা সম্ভবত স্থানীয় বাসিন্দা। তাঁকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
জানা যাচ্ছে, মহিলার চোখে মেরে থেঁতলে, গলার নলি কাটা হয়েছে। এছাড়াও দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।তার সবই ধারালো অস্ত্রের কোপ।
স্থানীয়দের কথায়, মহিলার দেহ ফুলে যাওয়ার কারণে তাঁকে চেনা যাচ্ছে না। বলছেন, যেখানে দেহ উদ্ধার হয়েছে তার কিছুটা দূরে গতকাল রাতে পিকনিক চলছিল। ফাঁকা সেই জায়গায় একটি বাড়িও রয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। পিকনিকের আসর থেকে এমন কোনও ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।