শেষ আপডেট: 9th February 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এগরা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছিল বিজেপি। সব কটি আসনই জয়ী হয়েছিল তৃণমূল। প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দু গড়ে কী তাহলে ক্ষমতা হারাচ্ছেন গেরুয়া শিবির? এমন এক সময়ে শুভেন্দুর খাস তালুক খেজুরির সমবায় সমিতিতে একচেটিয়া জয় পেল বিজেপি। ১১ টি আসনে জয় লাভ করেছে তারা। শাসক দল তৃণমূল খাতাই খুলতে পারেনি। রবিবার তাই জয়ে উল্লাসে মাতল বিজেপি। খেজুরিতে নিরঙ্কুশ জয়লাভে বর্ণাঢ্য় ব়্যালি করেন বিজেপি কর্মীরা।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করেছে বিজেপি। দীর্ঘদিন ধরে শাসকদলের দখলে ছিল এই সমবায় সমিতি। এবছর ১১টি আসনে ১১ টি তেই জয়লাভ করে বিজেপি। একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয়জয়কার। ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতার সমবায় সমিতি বিজেপি দখল করায় খুশির হাওয়া বইছে।
এদিন কাঁথি শহর জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির জয়ী প্রার্থীর সূর্যকান্ত দাস সর্বোচ্চ ভোটে জয়লাভ করেছেন। যদিও তিনি বর্তমানে জেলে রয়েছেন। বিজেপির দাবি, তাঁকে শাসকদল তৃণমূল মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। যে কারণে এই সমবায় ভোটে মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। কাঁথি সাংগঠিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে সেখানেই বিজেপি জয়লাভ করবে। তৃণমূল অশান্তি করে ভোট লুটের চেষ্টা করে। কিন্তু এখানে ভোট শান্তিপূর্ণই ছিল।
যদিও তৃণমূল নেতা সুরজিৎ নায়কের অভিযোগ, রাজ্যে গণতন্ত্র রয়েছে, এটাই প্রমাণ। বিরোধী দলনেতা সহ বিজেপি দিকে দিকে যে অভিযোগ তুলছে তা মিথ্যে প্রমাণিত হল। তাছাড়া বিজেপি ব্যাপক সন্ত্রাস চালানোর ফলে এই ধরনের তাদের জয়লাভ এসেছে।