শেষ আপডেট: 27th October 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের একটি সমবায় নির্বাচনে সহজ জয় পেল বিজেপি। ১২ আসনের সমবায়ে ১১ আসনেই গেরুয়া শিবিরের প্রার্থীরা বাজিমাত করেছেন বলে খবর। রবিবার বিকেলে সমবায় বিজেপির দখলে আসতেই দলীয় প্রার্থীদের পাশাপাশি দলীয় কর্মী, সমর্থকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এদিন নন্দীগ্রাম বিধানসভার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সকাল থেকে টানটান উত্তেজনার পর বিকেলে জানা যায় সমবায়ের ১২ আসনের মধ্যে ১১ আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। একটি আস্ন পেয়েছে তৃণমূল কংগ্রেস।
খবর পেতেই কর্মী, সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু লেখেন, ‘বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়ী সকল সদস্যদের গৈরীক অভিনন্দন।’
রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল প্রকাশের পর বিজেপি সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে। তাঁরা জানান, এই জয় শুভেন্দু অধিকারীর জয়। বিরোধী দেলনেতার নেতৃত্বেই নন্দীগ্রামে একের পর এক সমবায়ে জয়ী হচ্ছে বিজেপি। এদিকে ভোটের ফল বেরতেই বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।
এর আগে নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। ৯টি আসনের মধ্যে ৯ টিতেই জয়ী হন বিজেপি সমর্থিত প্রার্থীরা। উল্লেখ্য, রবিবারই সল্টলেকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি অত্যাচারিত হিন্দুদের একজোট করছেন। নন্দীগ্রামে ইতিমধ্যে সে কাজের অনেকটাই সেরে ফেলেছেন তিনি। আগামীদিনে তাঁর গড়ের সমস্ত হিন্দু সনাতনীরা বিজেপির হাত আরও শক্ত করবেন বলে আশাবাদী তিনি।