শেষ আপডেট: 11th November 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভ-আন্দোলন চলছে। এমন আবহে কাঁথিতে আয়ুর্বেদ কলেজের ছাদ থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ায় শোরগোল পড়ল।
জানা গেছে, ছাদের উপর ফোনে কথা বলতে বলতে আচমকাই পড়ে যায় ওই তরুণী। কাঁথির আয়ুর্বেদ মহাবিদ বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। কলকাতার কসবা এলাকায় বাড়ি। কলেজের অধ্যক্ষ সুকোমল মাইতি জানিয়েছেন, ওই ছাত্রী পড়ে গিয়েছে। শব্দ শুনে সহপাঠীরা দৌড়ে গিয়ে উদ্ধার করে তাঁকে। সঙ্গে সঙ্গে কলেজে একটি গাড়িতে করে কাঁথি হাসপাতালে পাঠানো হয়। তাঁর বুকের পাঁজর ও হাত পা ভেঙেছে। তবে মাথায় আঘাত না লাগার কারণে অবস্থা কিছুটা স্থিতিশীল। তার পরিবারকে জানানো হয়েছে।
পরে তাঁর অবস্থার অবনতি হওয়ার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আয়ুর্বেদ মেডিকেল কলেজে এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা জানান, ছাদের উপর ফোনে কথা বলছিলেন ওই ছাত্রী। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। তাঁরা ছুটে গিয়ে দেখেন নীচে পড়ে রয়েছেন ওই ছাত্রী।
আত্মহত্যার চেষ্টা নাকি ফোনে কথা বলতে বলতে আচমকা পড়ে গেছেন ওই ছাত্রী,নাকি এর পেছনে কোনও অন্য রহস্য রয়েছে সবটাই খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। এই ডাক্তারি কলেজে প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী রয়েছে। যে ভবন থেকে ওই ছাত্রী পড়ে গেছে তার কিছুটা অংশ তৈরির কাজ চলছে। এটি একটি ছাত্রী আবাস বলেও জানা গেছে। তবে ভবনটি একেবারেই কলেজ লাগোয়া।