শেষ আপডেট: 7th November 2024 07:02
দ্য ওয়াল ব্যুরো: দিঘা উপকূলে ভেসে এল অজানা ধাবত বস্তু। যা দেখে রীতিমতো হইচই ছড়ায় পর্যটকদের মধ্যে। সমুদ্রে স্নান করতে নেমে এমন অজানা জিনিস দেখে অনেকেরই কৌতুহল হয়। খবর দেওয়া হয় কোস্ট গার্ডকে। ঠিক কী করে এই বস্তু দিঘার সমুদ্র উপকূলের এল তা খতিয়ে দেখছে তারা।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই অজানা বস্তুটি হল জাহাজের ভাসমান বয়া। সাধারণ মানুষের কাছে অজানা হলেও, এই বয়ার প্রচলন বহু বছর ধরে রয়েছে। দিক নির্ণয়-সহ একাধিক কাজে এটি ব্যবহার করা হয়। জাহাজের সঙ্গেই আটকানো থাকে মূলত।
বুধবার এটি প্রথমে দেখা যায় বালাসোর জেলার উদয়পুর সমুদ্রের কাছে। পরে এটি দিঘায় চলে আসে। জিনিসটা কী তা দেখতে স্থানীয় মৎসজীবীরা বোটের সহায়তায় সেটির কাছে গিয়ে দেখে। জানা যায়, ওই বয়ার গায়ে লেখা BIWTA। যার পুরো কথা অবশ্য এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ঝড়ের সময় এটি কোনওভাবে জাহাজ থেকে আলগা হয়ে গিয়েছে এবং ভেসে এসেছে দিঘায়।
বয়াটিকে উদ্ধার করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। কোস্ট গার্ড ও বিশেজ্ঞের সহায়তা নেওয়া হয়েছে। পর্যটকদেরও বোঝানো হয়েছে, যাতে কৌতুহলের বশে কোনও বিপদ না হয়।