শেষ আপডেট: 3rd December 2024 07:55
দ্য ওয়াল ব্যুরো: গ্রাম পঞ্চায়েতের পুরনো অফিস বিল্ডিং ভেঙেছেন প্রধান। আর তার মাধ্যমেই তিনি অনিয়ম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা পটাশপুর ২ ব্লকের পঁচেটের। ২০২২ সালে যখন নতুন বিল্ডিংয়ে অফিস চালু হত্য, সেই থেকে পুরোনো বিল্ডিংটি বেহাল অবস্থায় পড়ে ছিল।
পুরোনো বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে সদ্য। আর তারপরই কোনও আলোচনা ছাড়াই পঞ্চায়েত প্রধান পুরনো বিল্ডিং ভেঙে যাবতীয় জিনিস সরিয়ে ফেলছেন বলে অভিযোগ স্থানীয়দের।
পঁচেট রাজবাড়ির সদস্য ফাল্গুনী দাস মহাপাত্রের অভিযোগ, অবৈধভাবে পুরোনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। তাঁর কথায়, 'বিল্ডিং কেনই বা ভাঙা হচ্ছে, ভাঙলেও পুরনো জিনিসপত্র কী কাজে ব্যবহার করা হচ্ছে তা আমাদের পরিষ্কার করে কিছু বলা হয়নি।'
অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান সুরজিৎ প্রধান জানান, 'না জেনে বুঝে এসব অভিযোগ করা হচ্ছে। পুরনো বিল্ডিং ভেঙে মার্কেট কমপ্লেক্স তৈরি হবে। পঞ্চায়েতেরই মিটিংয়ে প্রস্তাব এনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল্ডিং ভাঙার ইট রাবিশ গ্রামের রাস্তা মেরামতের কাজে ব্যবহার হচ্ছে।' তাঁর অভিযোগ, বিরোধীরা আসলে রাজনীতি করার জন্যেই এহেন অভিযোগ করছে।