শেষ আপডেট: 10th January 2025 11:28
দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ছিলেন একের পর এক প্রসূতি। শুক্রবার সকালে তাঁদেরই মধ্যে একজনের মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এদিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়। স্যালাইনেই সমস্যাতেই এমন বিপত্তি হয়েছে। ভর্তি থাকা প্রসূতিদেরও স্বজনরাও অভিযোগ করেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। তার জেরেই এমন কাণ্ড। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে মৃত্যু ও অসুস্থতার আসল আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। এর আগে কলকাতায় এসএসকেএম, এনআরএস হাসপাতালেও মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার মেদিনীপুর মেডিক্যালে সেই অভিযোগ উঠল। আপাতত মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হচ্ছে অসুস্থ প্রসূতিদের।