শেষ আপডেট: 9th September 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হল এক স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তমলুকে। সেখানের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আরজি কর হাসপাতালে সেমিনার রুম থেকে ডাক্তারি পড়ুয়ার দেহ পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর থেকে বিচার চেয়ে গোটা রাজ্যে প্রতিবাদ মিছিল হচ্ছে। অভিযোগ, ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবার এমন পরিস্থিতির মধ্যে অপারেশন থিয়েটার থেকে স্বাস্থ্যকর্মীর দেহ পাওয়া যাওয়ায় হাসপাতালের নিরাপত্তা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করেছে।
হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, ওই স্বাস্থ্যকর্মীর নাম সাহেব দাস। তাঁর বাড়ি বাকচা এলাকায়। সাত বছর ধরে ওই বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের দেখভালের দায়িত্বে ছিলেন। রবিবার সকালে কাজে যোগ দেননি সাহেব। রাতে আচমকাই তিনি হাসপাতালে আসেন। তখন তিনি সোজা অপারেশন থিয়েটারে ঢুকে যান। ভোররাতে ওটি রুমে তাঁকে গলা ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। আঁতকে ওঠেন হাসপাতালের বাকি স্টাফরাও। তাঁরা পুলিশে খবর দেন।
হাসপাতালের কর্মীদের দাবি, রাতে অপারেশন থিয়েটারের একজনের অস্ত্রোপচার হয়। তারপরেই সাহেব সেখানে ঢুকেছিলেন। তারপরে কেউ আর তাঁকে দেখেননি। মৃতের পরিবারের দাবি, এক তরুণীর সঙ্গে সাহেবের প্রেম ছিল। সম্প্রতি বিচ্ছেদ হয়। এই জেরেই সাহেব কিছুদিন ধরে চুপচাপ ছিল। যুবকের বাবা জানিয়েছেন, তিনি দোকানে কাজ করছিলেন। তখন হাসপাতাল থেকে ছেলের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে বলে খবর আসে। খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। তমলুক থানার পুলিশ দেহ উদ্ধার করেছে।