শেষ আপডেট: 12th November 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রোগীকে গরুর ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন ডাক্তারবাবু! এমনকী রোগী স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগী পরিবার।
এগরা ১ ব্লকের জেড়থান গ্রামের বাসিন্দা তপন বেরা। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। ওড়িশা এইমসে দেখিয়েও সুস্থ করা যায়নি তাঁকে। তাই স্ত্রীর হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছিলেন। পরে সিদ্ধান্ত বদলে অসুস্থ স্ত্রীকে নিয়ে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসেন। সেখানে কর্তৃব্যরত ডাক্তার ছিলেন সুপ্রতিম মান্না।
তপন বেরার অভিযোগ, ডাক্তার সুপ্রতিম মান্নাকে স্ত্রীয়ের সমস্যার কথা জানাতে গেছিলেন তিনি। তখন ওই ডাক্তারবাবু তাঁর উপর চটে যান। তপনবাবুকে গরুর ডাক্তার দেখানোর পরামর্শ দেন। শুধু ওই ডাক্তারই নন, তাঁর দুই সহযোগীও চরম অপমান করেন তপনবাবুকে।
ওই ব্যক্তির আরও অভিযোগ, কর্তব্যরত ওই ডাক্তার তাঁর কাছে দুটি রিপোর্ট দেখতে চেয়েছিলেন। রিপোর্ট নিয়ে যাওয়ার পরেও তিনি তা দেখতে চাননি। একই সঙ্গে সায়ন মিশ্র নামে ডাক্তারের সহযোগী রোগীকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কথা বলেন। তখনই তপন বেরা এর প্রতিবাদ করতে গেলে তাঁকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপরেই সোমবার রোগীর পরিবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান।
তাঁদের দাবি, ডাক্তারদের ভগবানের সঙ্গে তুলনা করা হয়। গ্রামের মানুষ গুছিয়ে সব কথা বলতে জানেন না। সামান্য এই কথায় বড় দুর্ব্যবহার করা কাম্য নয়। এতে রোগী আরও অসুস্থ হতে পারে। সেখানে এই ঘটনায় চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীরা।
এই প্রসঙ্গে হাসপাতালের সুপার সমীর আচার্য্য জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা হবে।