শেষ আপডেট: 11th September 2024 18:35
দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন দাবিকে সামনে রেখে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন।
মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই তাঁদের অভিযোগ। তাঁরা জানান, ওভারলোড বন্ধ করা, বেসরকারি ওয়ে ব্রিজ-সহ সমস্ত রাস্তায় পুলিশের অত্যাচার বন্ধ করা, আন্ডারলোড গাড়ি থেকেও টাকা নেওয়া বন্ধ করার দাবি তোলা হয়েছে। এই সমস্ত দাবিকে সামনে রেখে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রদীপ চক্রবর্তী জানান, পশ্চিম মেদিনীপুর জেলাতেই প্রায় ১০ হাজারেরও বেশি ট্রাক চলাচল করে, যে ট্রাকগুলির মালিক তাঁদের সংগঠনের সদস্য। তিনি বলেন, "পুলিশের অত্যাচারে আমরা জেরবার। বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও ফল মেলেনি। কখনও শুধু মৌখিক আশ্বাস মিলেছে। তবে আশ্বাস বাস্তবায়িত হয়নি। ফলে বাধ্য হয়ে অনেকে এই ব্যবসা থেকে সরে গেছে, শেষ পর্যন্ত এবার রুখে দাঁড়াচ্ছে ট্রাক মালিক সংগঠন।"
ইতিমধ্যেই পার্কিং লটে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে পণ্যবাহী ট্রাক। স্বাভাবিকভাবেই বাজারে পণ্যের যোগানে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার, বৃহস্পতি ও শুক্রবার, এই ৭২ ঘণ্টা চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারপরেই ঠিক করা হবে। মোট ৭ লক্ষ ট্রাক ধর্মঘটে যাচ্ছে।