শেষ আপডেট: 17th November 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: আন্তরাজ্য মাদক পাচার কাজে পুলিশি ধরপাকড় এড়াতে সরকারি বাসকে হাতিয়ার করেছে পাচারকারীরা। দীঘা থেকে কলকাতা রাতে সরকারি বাসে করে গাঁজা পাচারের সময় পাকড়াও তিন মহিলা সহ ১১ মাদক পাচারকারী। উদ্ধার প্রায় ২০০ কেজি গাঁজা। বাস কন্ডাক্টর ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ চালানো চলছে।
সরকারি বাস থেকে প্রায় ২০০কেজি গাঁজা উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। জানা যাচ্ছে পুলিশের ধরপাকড় এড়াতে সরকারি বাসকে টার্গেট করেছিল আন্তরাজ্য মাদক পাচারকারীরা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশ খবর পায় ওড়িশা থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে কুইন্টাল কুইন্টাল গাঁজা পাচারের কাজ চলছে। দীঘা থেকে সরকারি বাসটি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই বাসে ১১জন ব্যক্তি একাধিক ব্যাগে প্রায় ২০০কেজি গাঁজা নিয়ে ওঠে। গোপনসূত্রে খবর পেয়ে কাঁথির এসডিপিও দিবাকর দাস ও কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাঁ'র নেতৃত্বে কাঁথি থানার পুলিশ তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি ব্যাগ আটক করে। সেইসঙ্গে ১১ জনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওড়িশা থেকে নিয়ে বর্ধমান হয়ে কলকাতায় পৌঁছে দেওয়া হত এই গাঁজা। কয়েক মাস আগে বেসরকারি বাস বা লরির বিভিন্ন সামগ্রীর মধ্যে গাঁজা পাচারের সময় বেশ কয়েকবার ধরা পড়েছে গাঁজা পাচারকারীরা। অনুমান এর ফলে সতর্ক হয়ে যায় পাচারকারীরা। সরকারি বাসকে হাতিয়ার করে পাচার চালাচ্ছিল তারা। এ রাজ্যের পুলিশ তাদের পরিকল্পনা ভেস্তে দেয়।
পুলিশ সুত্রে জানা গেছে, পাচারকারীদের সঙ্গে আরও বেশ কয়েকটি দল যুক্ত আছে। তাদের খোঁজে তদন্ত শুরু হবে। ধৃত পাচারকারীদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। ধৃতরা গাঁজা ছাড়াও অন্য কোনও মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাকটর আদৌ এই ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।