পুরোহিত অনিন্দ্য চক্রবর্তী
শেষ আপডেট: 21st October 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: উৎসবে রাজনীতির রং লাগাতে নারাজ পেশায় পুরোহিত অনিন্দ্য। তৃণমূলের একনিষ্ঠ কর্মী হয়ে তাই অনায়াসে পুজোপাঠ সারলেন বিজেপির নির্বাচনী কার্যালয়ে। সংকল্প করে শুভকামনা জানালেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে।
গত পুরসভা নির্বাচনে মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী এজেন্ট হয়েছিলেন অনিন্দ্য চক্রবর্তী। সোমবার সেই ওয়ার্ডেই বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে পুজো করলেন তিনি। তাঁর মন্ত্রপাঠে সাঙ্গ হল পুজো। বিষয়টিতে আমল দিতে যেমন নারাজ বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, তেমনি পুজোআচ্চায় রাজনীতির রং লাগাতে চান না পুরসভা নির্বাচনে পরাজিত তৃণমুল প্রার্থী বিশ্বজিৎ মুখার্জিও।
বিজেপির প্রার্থী শুভজিৎ বলেন, "বিধানসভা উপ নির্বাচনের যাবতীয় কাজকর্ম সামলানো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক সারতে একটি কার্যালয়ের উদ্বোধন করা হল। সেখানে আজ পুজোর আয়োজন করা হয়। যিনি পুরোহিত তিনি তৃণমূলের কর্মী। এটাতো তাঁর পেশা। বহু তৃণমূল কর্মী এমনিতেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। বলছেন আমাদের হয়ে তাঁরাই ভোট করাবেন। তৃণমূলের অনেকেই আমাদের পাশে রয়েছে।"
এদিকে বিশ্বজিত মুখার্জি বলেন, "পুজোপাঠ করা ওঁর পেশা। আমি যেমন পেশায় বাস মালিক। আমি তো রাজনীতির রং দেখে গাড়ি ভাড়া দিই না। হোটেলে কি রং দেখে খাবার দেয়। তবে জানি না উনি আজ পুজো করেছেন কিনা খোঁজ নিয়ে জানব। তবে উনি পুরসভা নির্বাচনে আমার নির্বাচনী এজেন্ট ছিলেন।"
বিজেপি অফিসে তাঁর পুজো করা নিয়ে জলঘোলা হচ্ছে এ কথা কানে গেছে পুরোহিত অনিন্দ্য চক্রবর্তীর। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবাদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি ওঁকে শ্রদ্ধা করি। ওঁর দলের সঙ্গে কাজ করছি। কিন্তু বিজেপি অফিসে আমাকে পুজো করতে ডাকায়, সেখানেও গিয়েছিলাম। আমি শুভজিৎ রায়ের শুভ কামনা করে সংকল্প করেছি। বিপুল ভোটে তিনি জয়ী হোন, পুরোহিত হিসেবে প্রার্থীর হয়ে সেই হিত কামনাও করেছি।"
পুরোহিত হিসেবে এতে কোনও অন্যায় দেখছেন না অনিন্দ্য। তবে ভোটের মুখে তাঁর এমন পদক্ষেপে সাড়া পড়েছে মেদিনীপুর শহরে।