শেষ আপডেট: 17th April 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে এই হামলায় তাঁদের কোনও হাত নেই। বিজেপির অন্তর্ঘাত এই ঘটনার জন্য দায়ী।
ভোট যত এগিয়ে আসছে ততই গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতির হাওয়া। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালি ২৭০ নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়।
বিজেপির অভিযোগ, সাউদখালির ওই বুথে তাদের ওটাই একটি মাত্র দলীয় কার্যালয়। সেখানেই রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে।
নন্দীগ্রাম বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি বলেন, "রামনবমীর পবিত্র দিনে অশান্তি ছড়াতেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল। সোনাচূড়াতে তৃণমূলের তেমন কোনও ক্ষমতা নেই। তাই এইভাবে ভোটের সময় সন্ত্রাস তৈরি করতে চাইছে।"
তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়ে তৃণমূলের উপর দায় চাপানোর চেষ্টা করছে।
নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতি জয়ন্তী মণ্ডল বলেন, "সোনাচূড়া গ্রাম বিজেপির ক্ষমতায় রয়েছে। কয়েকদিন আগে তৃণমূল করার অপরাধে আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছিল। তৃণমূল পার্টি অফিসে গিয়ে বিজেপি তালা ঝোলাচ্ছে। সেখানে তৃণমূলের কোনও ক্ষমতাই নেই। এটা শুধু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের।
উল্লেখ্য কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে নিয়ে বিজেপি তৃণমূলের পার্টি অফিস চড়াও হয়। নন্দীগ্রামের বয়ালে বিজেপি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দলীয় পতাকা ঝুলিয়ে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গিয়ে তালা খুলে দেন। বিজেপির দাবি, ওই ঘটনার প্রতিশোধ নিতেই তাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।